ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বাপের অবহেলায় শিল্পী হলেন এলটন জন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১১

বাপের সঙ্গে জনের সম্পর্ক ঠিক ঠিক ছিল না কোনো সময়েই। বাপের অবহেলায় তিক্ততা সৃষ্টি হয়েছিল তাদের ভেতর।

আর তাই বাপের ওপর রাগ করেই শিল্পী হলেন জন। সেই রাগই যেন ‘বর’ হলো জনের জীবনে। সেই ‘বরে’ই আজ বড় শিল্পী এলটন জন। পেয়েছেন নাইটহুড।

জনের মতে, বাবা স্ট্যানলে তার প্রতি ‘অনেক ভালোবাসা’ দেখালেও, তার প্রতি বাবার নেতিবাচক দৃষ্টিভঙ্গিই তাকে গান লেখাকে পেশা হিসেবে নিতে উদ্বুদ্ধ করেছিল। ব্রিটিশ দৈনিক মিরর প্রকাশ করেছে তথ্যটি।

জন বলেন, ‘বাবার কাছ থেকে যেমন ভালোবাসা আশা করতাম, তেমন পেতাম না। বাবা আমাকে ভালোবাসতেন তার নিজের মতো করে। আমি চাইতাম বাবা আমাকে জড়িয়ে ধরে বলুক, আমাকে সে অনেক ভালোবাসে কিন্তু দেখা যেত অন্য ঘটনা। ’

বাবার অনেক আচরণ, অবহেলা জনের ভেতর রাগ বাড়িয়ে দিত। কিছু একটা করার অনুপ্রেরণা দিত। ‘তবে আমি এত বড় শিল্পী হওয়ার কথা কখনোই ভাবতে পারিনি,’ জনের মন্তব্য।

বাংলাদেশ সময় ০০৩০, ফেব্রুয়ারি ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।