ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

প্রথমবার টিভিপর্দায় অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরী

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১

মিডিয়ার সফল দম্পতি অরুণ চৌধুরী এবং চয়নিকা চৌধুরী। নাট্যকার-নির্মাতা হিসেবে দুজনেরই রয়েছে আলাদা পরিচিতি।

বিয়ের ২০ বছর পার করলেও এই তারকা দম্পতি এখন পর্যন্ত কোনো টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে একসঙ্গে আসেননি। প্রথমবারের মতো তারা সরাসরি আসছেন আরটিভির পর্দায়।

আরটিভির প্রতিদিনের সরাসরি আয়োজন বসুধা তারকালাপে অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরী একসঙ্গে উপস্থিত হচ্ছেন। অনুষ্ঠানে তারা তাদের দীর্ঘ ২০ বছর সংসার জীবনের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলেছেন। বলেছেন ভালোবেসে ঘর বাঁধার গল্প। একই  সঙ্গে তাদের কথোপকথনে উঠে এসেছে মিডিয়ার নানা প্রসঙ্গ। সোহেল রানার প্রযোজনায় অনুষ্ঠানটি আরটিভিতে প্রচারিত হবে  ৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টা ৪৫ মিনিটে ।

বাংলাদেশ সময় ১৬৪০, ফেব্রুয়ারি ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।