ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ছবির বিষয় উইলিয়াম ও কেটের প্রেম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১১

যখন জোর শোরগোল চলছে ব্রিটিশ রাজা ষষ্ঠ জর্জকে নিয়ে তৈরি ‘দ্য কিং’স স্পিচ’ ছবিটি নিয়ে, তখনই খবর এল, এবার ছবি হবে এই সিংহাসনেরই আরেক উত্তরাধিকার উইলিয়ামকে নিয়ে।

‘দ্য কিং’স স্পিচ’ ছবিটি রাজনৈতিক, তবে নতুন ছবিটি হবে রোমান্টিক কাহিনীভিত্তিক।

উইলিয়াম ও তার হবু স্ত্রী কেট মিডলটন প্রেমের কাহিনী নিয়ে শিগগিরই তৈরি হবে একটি টেলিভিশন মুভি। খবরটি ছেপেছে ব্রিটিশ পত্রিকা ডেইলি স্টার।

দীর্ঘ প্রেমের পর আগামী এপ্রিলে বিয়ে করতে যাচ্ছেন কেট ও উইলিয়াম। তাই ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান আমেরিকার ‘লাইফটাইম’-এর ইচ্ছা এই রাজকীয় বিয়ের সময়ই ছবিটিকে মুক্তি দিতে।

ছবির পরিচালকের নাম এখনো প্রকাশ করা না হলেও জানা গেছে কেটের চরিত্রে অভিনয় করবেন ক্যামেলিয়া লুডিংটন আর উইলিয়ামের চরিত্রে নিকো ইভারস-সুইনডেল।

বাংলাদেশ সময় ০০২০, ফেব্রুয়ারি ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।