ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিয়ে নিয়ে পপির ব্যস্ততা!

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১

ঢালিউডের নায়িকা পপি নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন! পাত্র দেশের একটি বৃহৎ গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিক। এ বিষয়ে জানতে চাইলে পপি জানালেন, সত্যিই বিয়ে নিয়ে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন।

তবে বিয়েটা তার নয়। বিয়ে হচ্ছে পপির ছোটবোন খেয়ালীর। বিয়ের কেনাকাটা আর অতিথি আমন্ত্রণ নিয়ে পপি এখন কাটাচ্ছেন ব্যস্ত সময়।

চার বোনের মধ্যে পপি সবার বড়। দ্বিতীয় বোনের নাম টপি। তারপর খেয়ালী। ছোট বোনের নাম সুমি। বড় দুই বোন পপি আর টপি এখনো অবিবাহিত। বড় দু বোনকে টপকে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তৃতীয় অবস্থানে থাকা খেয়ালী। এর কারণ জানতে চাইলে পপি পাল্টা প্রশ্ন করেন, কেন এমনটা কি হচ্ছে না? তিনি বলেন, খেয়ালীর বিয়েটা পুরোপুরি আমাদের পারিবারিক সিদ্ধান্তেই হচ্ছে। আপনি বিয়ের পিঁড়িতে বসছেন কবে? উত্তরে পপি হাসলেন। বললেন, দেখা যাক।

খেয়ালী ছোটপর্দার দু-একটা নাটকে অভিনয় করেছেন। তাদের পরিবারের ধারণা ছিল, পপির বোন হিসেবে টিভি নাটকে খেয়ালীর চাহিদা তৈরি হবে। কিন্তু সেখানে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি। তাই পারিবারিকভাবেই তার বিয়ের আয়োজন।

পপির পারিবারিক একটি সূত্র জানিয়েছে, গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিক ধনাঢ্য এ পাত্রর প্রথম পছন্দ ছিল পপিই। কিন্তু পপি বিয়েতে রাজি না হওয়ায় তাদের পরিবার পাত্রকে হাতছাড়া করতে রাজি হননি। এদিকে দ্বিতীয় বোন টপির চেয়ে খেয়ালীকেই পাত্রের পরিবারের বেশি পছন্দ। শেষ পর্যন্ত খেয়ালীকেই তাই বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে।

 ছোটবোনের বিয়ে নিয়েই এখন পপির সব ব্যস্ততা।

বাংলাদেশ সময় ১৮৫০, ফেব্রুয়ারি ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।