ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এফ-১৬ চালাবেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১১

বলিউডের তরুণ নায়ক শহীদ কাপুর চালাবেন এফ-১৬ যুদ্ধবিমান। তার আগামী ছবি ‘মৌসুম’-এ তাকে চালাতে হবে এই বিমান।

ছবিতে তিনি অভিনয় করবেন একজন পাইলটের চরিত্রে।

শহীদ কাপুরের বাবা অভিনেতা পঙ্কজ কাপুর এ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

শহীদ কাপুর বলেন, ‘এই চরিত্রটি আমার জন্য খুব বড় সুযোগ এবং সম্মানেরও। এটি আমার জীবনে সবচেয়ে ভয়ংকর কাজ হবে, এর আগে আমি কোনোদিন এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হইনি। আমি এ চরিত্রে কাজ করতে পারছি বলে খুব আনন্দিত। ’

উল্লেখ্য, হলিউড তারকা টম ক্রুজ ‘এফ-১৫’ এর পাইলট হয়েছিলেন তার ‘টপ গানস’ ছবিতে।

বলিউড তারকা সোনম কাপুরকে দেখা যাবে এ ছবির প্রধান নারী চরিত্রে। ছবিটি লন্ডন, স্কটল্যান্ড ও ভারতের বিভিন্ন জায়গায় চিত্রায়িত হবে। মুক্তি পাবে আগামী জুলাই মাসে।

বাংলাদেশ সময় ১৮৫১, ফেব্রুয়ারি ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।