ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

স্টার সিনেপ্লেক্সে আবু সাইয়ীদের ‘অপেক্ষা’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১১

রাজধানীর বলাকা ও রাজশাহীর উপহার সিনেমা হলের পর এবার আবু সাইয়ীদ পরিচালিত ছবি ‘অপেক্ষা’ মুক্তি পাচ্ছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স। ৪ ফেব্রুয়ারি শুক্রবার থেকে  ডিজিটাল ফরম্যাটে নির্মিত এ ছবি সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে।



বাংলাদেশে জঙ্গিবাদের আগ্রাসনকে ‘অপেক্ষা’ ছবিতে তুলে ধরা হয়েছে ভিন্ন প্রেক্ষাপটে। যে মেধাবী যুবকটি জঙ্গি কর্মকান্ডে সম্পৃক্ত হয়েছে এবং যারা জঙ্গিবাদের শিকার হয়ে প্রাণ হারিয়েছে, তাদের জন্য পরিবারের উৎকণ্ঠা ও বিপর্যয় এই কাহিনীচিত্রে তুলে ধরা হয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন মিরানা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, আহসানুল হক মিনু, নার্গিস, টিনা করিম, উজ্জ্বল মাহমুদ, মোহাম্মদ বারী, শরীফ খান, খোরশেদ আলম প্রমুখ। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু। আঙ্গিক কমিউনিকেশন প্রযোজিত ছবিটির কাহিনী, চিত্রনাট্য রচনা ও পরিচালনায় রয়েছেন আবু সাইয়ীদ।

১৯৮৮ সালে ‘আবর্তন’ নামে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র মাধ্যমে আবু সাইয়ীদ নির্মাতা হিসবে আত্মপ্রকাশ করেন। ১৯৯২ সালে তৈরি করেন ‘ধূসর যাত্রা’ নামে আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ২০০০ সালে প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের নাটক অবলম্বনে ‘কীর্তনখোলা’ ছিল তার প্রথম ফিচার ফিল্ম। এরপর একে একে নির্মাণ করেন ‘শঙ্খনাদ’, ‘নিরন্তর’, ‘বাঁশি’, ‘রূপান্তর’ এবং ‘অপেক্ষা’।

বাংলাদেশ সময় ০০২২, ফেব্রুয়ারি ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।