ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

পার্থ বড়ুয়ার সঙ্গে গান গাইলেন তিন্নি

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১১

জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তিন্নি এবার একটি অডিও অ্যালবামের জন্য গান গাইলেন। জনপ্রিয় গায়ক পার্থ বড়–য়ার সঙ্গে তিনি কণ্ঠ দিয়েছেন একটি দ্বৈত গানে।



আসছে ভালোবাসা দিবসে নিপু বড়–য়ার আয়োজনে শুধু ভালোবাসার গান নিয়ে বের হচ্ছে একটি মিক্সড অডিও অ্যালবাম। তাপসের সুর ও সঙ্গীতে এই মিক্সড অ্যালবামের বিভিন্ন গানে আরো কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, আরফিন রুমী, পড়শী, লিজা। অ্যালবামটিতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পার্থ বড়–য়ার সঙ্গে তিন্নির গাওয়া দ্বৈত গানটি।

অ্যালবামটির বিভিন্ন গানের কথা লিখেছেন এসএ হক অলীক, অনুরূপ আইচ ও রবিউল ইসলাম জীবন।

বাংলাদেশ সময় ২১৩০, ফেব্রুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।