ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

প্রতি মঙ্গলবার ‘বিপাশার সঙ্গে’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াতের সঙ্গে কিছুক্ষণ কাটাতে চাইলে প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় চোখ রাখতে হবে আরটিভির পর্দায়। কারণ এ সময়ই প্রচার হবে বিপাশা হায়াতের উপস্থাপনায় শিল্প- সংস্কৃতিবিষয়ক অনুষ্ঠান ‘বিপাশার সঙ্গে’।



এ অনুষ্ঠানে বিপাশার সঙ্গে যারা কথা বলবেন তারা কোনো-না কোনোভাবে নাটক বা অন্য কোনো শিল্প মাধ্যমের সঙ্গে যুক্ত। ‘বিপাশার সঙ্গে’ অনুষ্ঠানটিতে আলোচিত টিভিনাটক ও মঞ্চনাটকের দৃশ্য দেখানো হবে। ভারত, ইউরোপ ও আমেরিকার নাট্যচর্চার কিছু কোলাজ অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ। এককালে নাটক ছিল লোকশিার মাধ্যম। আজ এই মাধ্যমটি সারা বিশ্বে কোন আদর্শ ও মূল্যবোধের ওপর দাঁড়িয়ে রয়েছে তারও একটা পরিচয় পাওয়া যাবে এই অনুষ্ঠানে। বিশ্বের আলোচিত চলচ্চিত্র ব্যক্তিত্ব ও চিত্রশিল্পীদের ওপরেও আলোকপাত করবেন বিপাশা।

বিপাশা হায়াত জানিয়েছেন, দর্শকদের  টেলিভিশন ও অন্যান্য মাধ্যমের শিল্প-সংস্কৃৃতির সঙ্গে সম্পর্ক এবং পরিচয় করানোই হলো এ অনুষ্ঠানের উদ্দেশ্য। বিপাশা হায়াতের সঞ্চালন ও পরিকল্পনায় অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন রবিশঙ্কর মৈত্রী। প্রযোজনায় রয়েছেন কমল সরকার।

বাংলাদেশ সময় ১৮০৫, জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।