ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বাংলাদেশের ছবিতে সোনু নিগম

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম একাধিকবার বিভিন্ন কনসার্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশে আসেন। স্টেজে পারফর্মেন্সের সময় ঘোষণা দিয়েছিলেন, সুযোগ পেলে তিনি বাংলাদেশের শ্রোতাদের জন্য বাংলা গান গাইবেন।

কথা রেখেছেন সোনু নিগম। প্রথমবারের মতো বাংলা সিনেমার প্লে-ব্যাকে তিনি কণ্ঠ দিয়েছেন।

বাংলাদেশের ছবি ‘কাছে এসে ভালোবেসে’র জন্য একটি গান গেয়েছেন সোনু নিগম। ছবির টাইটেল সং থাকছে এই গান। সম্প্রতি মুম্বাইয়ের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ছবিটির পরিচালক অনন্য মামুন জানান, গানটির কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি।

ছবির গান রেকর্ডিংয়ের কাজ শুরু করলেও ছবিতে কারা অভিনয় করছেন তা এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশের নায়ক-নায়িকাদের পাশাপাশি মুম্বাইয়ের একাধিক অভিনেতা-অভিনেত্রী এ ছবিতে দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক।

বাংলাদেশ সময় ১৫৫০, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।