ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আয়করের বাইরে ক্যাটরিনার ৬ কোটি রুপি, প্রিয়াংকার ১০ ফ্ল্যাট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১

ভারতের আয়কর বিভাগ বলিউডের ক্যাটরিনা কাইফ ও প্রিয়াংকা চোপড়াকে অনেকটা ছাই দিয়ে ধরার মতো করে ধরেছে। জনপ্রিয় এ দু নায়িকার সম্পদের হিসাব নিচ্ছে পাই পাই করে।

দুজনে তাদের সম্পদের হিসাবও দিয়েছেন। কিন্তু আয়কর বিভাগ খুঁজে বের করেছে তাদের হিসেবের গড়মিল।

আয়কর বিভাগ অনুসন্ধান করে দেখেছে, ক্যাটরিনা তার ৬ কোটি রুপির সম্পদ, অলংকার ও নগদ অর্থের কথা তাদের কাছে বেমালুম চেপে গেছেন। অন্যদিকে মুম্বাইয়ে প্রিয়াংকার নিজের বাড়ি আছে তা অনেকেই জানেন কিন্তু তিনি যে আবাসন শিল্পে বিনিয়োগ করেছেন তা অনেকেই জানেন না। আয়কর বিভাগ মুম্বাই শহরে এ নায়িকার ১০টি ফ্ল্যাট খুঁজে পেয়েছে। ভারসুনার রাজ কাসিক এলাকাতেই আছে ৫টি ফ্ল্যাট।

বাংলাদেশ সময় ০০১৫, জানুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।