ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শাবনূরের আটা-ময়দার কারখানা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১

ইদানীং নিজের ভবিষ্যৎ নিয়ে নায়িকা শাবনূর বেশ চিন্তিত। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে করছেন নানা পরিকল্পনা।

তারই অংশ হিসেবে সাভারে একটি আটা-ময়দা ও মিনারেল ওয়াটারের কারখানা দিচ্ছেন তিনি।

কারখানা স্থাপনের উদ্দেশ্যে শাবনূর সম্প্রতি সাভারে জমি কিনেছেন। এ বিষয়ে তিনি জানান, খাদ্যসামগ্রী উৎপাদনের কারখানা গড়ে তোলার জন্যই তার এই জমি কেনা। প্রাথমিক অবস্থায় আটা-ময়দা ও মিনারেল ওয়াটার উৎপাদন দিয়ে কারখানার বাণিজ্যিক কার্যক্রম শুরু করা হবে। পরে সয়াবিন ও সরিষার তেলসহ উন্নতমানের অন্যান্য খাদ্যসামগ্রীও এই কারখানায় উৎপাদন করা হবে।   শাবনূর তার বোন ঝুমুর ও ভগ্নিপতি মইনুল এ তিনজন মিলে ব্যবসায়িক প্রতিষ্ঠানটি চালু করছেন। তিনজনের নামের আদ্যর দিয়ে কোম্পানির নাম দেয়া হয়েছে ‘এসএমজে’। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর শাবনূর কারখানার জমি ক্রয় ও অনুষাঙ্গিক কাজেই বেশি সময় দিয়েছেন।

এ প্রসঙ্গে শাবনূর বাংলানিউজকে বলেন, অভিনয়ের পাশাপাশি কিছু করার ইচ্ছে আমার অনেক দিনের। এবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে বোন ও ভগ্নিপতির সঙ্গে এ বিষয়ে অনেক আলাপ-আলোচনা হয়। আমরা ঠিক করি সম্মিলিতভাবে কিছু করার। সাভারে জমি কিনেছি কারখানা গড়ে তোলার জন্য। ভেজালমুক্ত খাদ্যসামগ্রী উৎপাদনের জন্যই এই কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ। শুধু ব্যবসা নয়, সামাজিক দায়বদ্ধতার বিষয়টি মাথায় রেখেই আমরা উৎপাদনে যেতে চাই।

বাংলাদেশ সময় ২০৫৫, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।