ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সিলেটে রবীন্দ্র নাট্যোৎসব

সোহেল রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম  জন্মবর্ষ উপলক্ষে সিলেট নগরীতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী রবীন্দ্র নাট্য উৎসব।

২৩ জানুয়ারি রোববার বিকেলে সিলেট অডিটরিয়ামে এ উৎসবের উদ্বোধন করবেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি আতাউর রহমান।



রবীন্দ্রনাথের নাটক নিয়ে নাট্য সংগঠন নাট্যালোক আয়োজিত এ উৎসবে মঞ্চস্থ হবে নাট্যালোকের ‘শাস্তি’, হবিগঞ্জ জীবন সংকেতের ‘স্ত্রীর পত্র’, ঢাকার সংলাপ গ্রুপ থিয়েটারের ‘দেবতার গ্রাস’  ও ‘বদনাম’ এবং প্রাঙ্গণেমোরের ‘রক্তকরবী’।

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় নাটক শুরুর আগে হল কাউন্টারে নাটকের টিকেট পাওয়া যাবে ।

বাংলাদেশ সময় ১৫৩৫, জানুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।