ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নিজের আসল রূপ দেখাবেন প্যারিস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১

সমাজ-নিবেদিত প্যারিস হিলটন মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক ‘অক্সিজেন’-এর নতুন অনুষ্ঠানে কথা বলবেন নিজের অনেক ব্যক্তিগত বিষয় নিয়ে।

২৯ বছর বয়সী হিলটন প্রতিজ্ঞা করেছেন, তিনি নিজেকে মেলে ধরবেন ‘দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু প্যারিস’-এ।

অনুষ্ঠানটির শুটিং শুরু হবে আগামী অক্টোবর থেকে।

হিলটনের ভাষায়, ‘এই নতুন অনুষ্ঠানটিতে দর্শকরা আমার আসল রূপটিই দেখতে পাবেন। দেখতে পাবেন আমার নির্ভীক জীবনের অনেক অপ্রকাশিত ঘটনা। ’ খবর কন্টাক্টমিউজিকডটকম।

আগামী অক্টোবর থেকে সারা দিন-রাত ক্যামেরাম্যানরা ঘিরে থাকবেন এই আমেরিকান মডেল, সঙ্গীতশিল্পী ও ফ্যাশন ডিজাইনারকে। এছাড়া হিলটনের রয়েছে আরো অনেক গুণ, যা তুলে ধরা হবে অনুষ্ঠানটিতে।

বাংলাদেশ সময় ০০২০, জানুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।