ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শুক্রবার আসছে ‘মায়ের জন্য পাগল’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১

বিগ বাজেটের তারকাবহুল ছবি ‘মায়ের জন্য পাগল’। ১৪ জানুয়ারি শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে সারা দেশে।

মাসুদ পারভেজ প্রযোজিত আহমেদ নাসির পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন কাজী মারুফ, পূর্ণিমা, ইমন, নদী, সোহেল রানা, ববিতা, শর্মিলী আহমেদ ও অনেকে।

‘মায়ের জন্য পাগল’ ছবির কাহিনী গড়ে উঠেছে বাবা-মায়ের মান-অভিমান ও ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে। মাশরুর পারভেজ জীবরান ও ডা. জিনাত পারভেজ নিবেদিত ‘মায়ের জন্য পাগল’-এ দেখা যাবে দুই প্রজন্মের দুই সফল জুটি সোহেল রানা-ববিতা এবং কাজী মারুফ-পূর্ণিমাকে। আরো আছে নতুন জুটি ইমন-নদী।

গত ডিসেম্বরে মুক্তি পাওয়া মারুফ-পূর্ণিমা জুটির ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ ছবিটি ব্যবসা-সফল হওয়ায় এই জুটিকে নিয়ে নির্মাতা-প্রযোজকদের প্রত্যাশা বেড়ে গেছে।

বাংলাদেশ স্থানীয় সময় ২২০০, জানুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।