ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আবার জার্মানি উড়াল দিলেন অপি করিম

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১

দেশে ২০ দিন কাটিয়ে আবার জার্মানির উদ্দেশ্যে উড়াল দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। গত অক্টোবরের প্রথম সপ্তাহে তিনি ল্যান্ডসকেপ আর্কিটেকচার নিয়ে উচ্চতর পড়াশোনার জন্য বৃত্তি নিয়ে জার্মানির বার্লিনে যান।



অপি করিম জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের গাছপালা ও নগর পরিকল্পনা’ নিয়ে থিসিস করছেন। থিসিসের একটা অংশের গবেষণার কাজে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দেশে ফিরেন। গবেষণার তথ্য সংগ্রহের পাশাপাশি দেশে এসে পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে কিছুদিন কাটিয়ে আবার জার্মানি ফিরে গেলেন তিনি।
 
দেশে অপি করিমের এই সংক্ষিপ্ত সফর তার পরিবারের পক্ষ থেকে গোপন রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা গোপন থাকেনি। বেশ কয়েকজন নির্মাতা যোগাযোগ করলেও তাদের নিরাশ করেছেন অপি করিম। কারণ অন্য কিছু নয়, নির্বিঘ্নে গবেষণার কাজ করা আর পরিবারের সঙ্গে সময় কাটানো। ৮ জানুয়ারি শনিবার অপি করিম জার্মানির উদ্দেশ্যে রওনা দেন।

চলতি বছরের মাঝামাঝি নাগাদ অপি করিম আবার দেশে ফিরবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ স্থানীয় সময় ২১৫০, জানুয়ারি ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।