ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

পুরস্কৃত হলেন সালমান ও বিদ্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১

‘দাবাঙ’-এর খ্যাতি যেন সালমানের পিছু ছাড়ছেই না। বক্স অফিস মাতানো এই ছবি এবার মাতালো ১৭ তম স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস।



এই অ্যাকশন-কমেডিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কারটি পেলেন সালমান খান। আর ‘ইশকিয়া’ ছবিতে সাহসী ও চমৎকার অভিনয়ের জন্য বিদ্যা বালান পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

সব মিলিয়ে ‘দাবাঙের’ অর্জন ছয়টি পুরস্কার। সাজিদ-ওয়াজিদকে দেওয়া হয়েছে সেরা সঙ্গীতের পুরস্কার। মমতা শর্মা পেয়েছেন ‘সঙ্গীতে সেরা নতুন মুখ’-এর খ্যাতি। সোনাক্ষী সিনহা হলেন ‘সেরা প্রতিশ্রুতিশীল নতুন শিল্পী’। ফারাহ খানের হাতে এল ‘সেরা কোরিওগ্রাফি’র স্বীকৃতি। এছাড়া ছিল সেরা অ্যাকশন ও সন্ধ্যায় সেরা প্রতীক্ষিত ছবির সম্মান।

‘ইশকিয়া’ পেয়েছে চারটি পুরস্কার। তবে সবাইকে অবাক করে দিয়ে ‘বান্দ বাজ বরাত’ ও কম বাজেটের ছবি ‘উদাম’ও জিতে নেয় চারটি করে পুরস্কার।

এছাড়া দর্শকদের বিচারে শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ পেলেন সেরা অভিনেতা ও অভিনেত্রীর সম্মান।

৭ জানুয়ারির এই জমকালো অনুষ্ঠানে ‘মাই নেম ইজ খান’ পেল রামনাথ গোয়েনকা স্মৃতি পুরস্কার। ছবিতে প্রযুক্তির ব্যাপক ব্যবহার ‘রোবট’-এর ঝুলিতে এনে দিল বিশেষ জুরি পুরস্কার।

সূত্র : আইএএনএস

বাংলাদেশ সময় ১৯৪৫, জানুয়ারি ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।