ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অস্কারে দেখানো হবে শাহরুখের ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১

২৭ ফেব্রুয়ারি হলিউডের কোডাক থিয়েটারে বসছে ৮৩তম অস্কারের আসর। সেই অনুষ্ঠানে দেখানো হবে শাহরুখ খান অভিনীত ছবি ‘মাই নেম ইজ খান’।



যদিও আনুষ্ঠানিকভাবে ভারতের প্রতিনিধিত্ব করবে আমির খানের ‘পিপলি লাইভ’, তাই শাহরুখের এই ছবির প্রদর্শনীকে দেখা হচ্ছে ছবিটির প্রতি আন্তর্জাতিক মহলের অভাবনীয় সম্মান হিসেবে।

‘মাই নেম ইজ খান’-এর পরিচালক করণ জোহরের বরাত দিয়ে বার্তা সংস্থা আইএএনএস জানায়, ছবিটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ‘রিমাইন্ডার লিস্টে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘আমি ভীষণ সম্মানিত। বিশ্বদরবারে আমার ছবিটি অনেক গুরুত্ব পেল। ’ করণের মন্তব্য।

‘মাই নেম ইজ খান’ ছবিটি ছাড়াও এই ক্যাটাগরিতে আরো দেখানো হবে ‘বিউটিফুল’, ‘ক্যাশ অব টাইটান’, ‘ফেয়ার গেম’, ‘ইনসেপশন’, ‘আয়রন ম্যান-টু’ ইত্যাদি।

বাংলাদেশ সময় ১৯৩৩, জানুয়ারি ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।