ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

জন লেননের চরিত্রে ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১

হলিউড অভিনেতা ব্র্যাড পিট কালজয়ী সঙ্গীতশিল্পী জন লেননের জীবনভিত্তিক একটি চলচ্চিত্রে লেননের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ছবিটির প্রযোজনাও করবেন পিট।



৪৭-বছর বয়সী এই অভিনেতা বিটল শিল্পী লেননের বিধবা স্ত্রী ইয়োকো ওনোর সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে খবর ছেড়েছে কন্টাক্টমিউজিকডটকম।

ইয়োকো এই প্রকল্পে খুশি মনেই সায় দিয়েছেন। ভাবনাটিকে গ্রহণ করেছেন ‘আশীর্বাদ’ হিসেবে। সূত্রে প্রকাশ, ব্রাড পিট ইতিমধ্যে চিত্রনাট্য রচনার জন্য একজন লেখককেও নিয়োগ দিয়েছেন।

প্রতিবেদনটিতে আরো জানানো হয়, লেননের গানগুলো পিট নিজেই গাইবেন। এজন্য প্রশিক্ষণও নিচ্ছেন তিনি। ছবিতে লেননের গাওয়া গানও ব্যবহার করা হবে।

তবে ছবিটির পরিচালক কে হবেন তা এখনো প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, নিউ ইয়র্কে ১৯৮০ সালে জন লেনন তার একজন উন্মত্ত ভক্তের গুলিতে নিহত হন।

বাংলাদেশ সময় ১৯২১, জানুয়ারি ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।