ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বাংলায় আসছে ‘থ্রি ইডিয়টস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১১

বলিউডের সুপার হিট ছবি ‘থ্রি ইডিয়টস’। এ ছবির আদলে ‘বেস্ট ফ্রেন্ডজ’ নির্মাণ করছেন কলকাতার অনেক ব্যবসাসফল চলচ্চিত্রের পরিচালক স্বপন সাহা।

 

‘থ্রি ইডিয়টস’-এর সাথে এই ছবির কাহিনী ও চরিত্রের মিল থাকলেও এখানে অভিনয় করছেন না আমির খান বা বলিউডের অন্য কোনও অভিনেতা। বরং বাংলা ভাষায় নির্মিত এ ছবিতে আমির খানের চরিত্রটিতে অভিনয় করবেন কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মৈনাক ব্যানার্জি।

এ ছবির মাধ্যমেই মৈনাক রুপালি পর্দায় আত্মপ্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে। এ ছবিতে আরো অভিনয় করবেন টালিউডের অভিনেতা-অভিনেত্রীরা। এর মধ্যে আছেন বিশ্বজিৎ, সুজয়, প্রিয়াংকা সরকার এবং প্রিয়াংকা ঘোষ।

পরিচালক সূত্রে জানা যায়, ছবিটিকে প্রথমে মুক্তি দেওয়া হবে টেলিভিশনে। তারপর আসবে রুপালি পর্দায়।

বাংলাদেশ সময় ১৯১০, জানুয়ারি ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।