ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সাংবাদিক তিশা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১১

তিশা ঠিক করেছেন পেশা হিসেবে সাংবাদিকতাকেই বেছে নেবেন। সম্পাদক তাকে প্রথম অ্যাসাইনমেন্ট দেন মা দিবসের বিশেষ সংখ্যায় একজন রত্নগর্ভা মায়ের সাক্ষাৎকার আনার জন্য।

তিশা এরকম একজন মায়ের সাক্ষাৎকার নিতে যান। কিন্তু যেখানে তার যাওয়ার কথা, সেখানে না গিয়ে পৌঁছান ভুল ঠিকানায়।   ভুল মানুষের সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকারটি পত্রিকায় ছাপাও হয়। তারপরই লেগে যায় হুলস্থুল। এভাবেই জনপ্রিয় অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশাকে দেখা যাবে ‘ভুল থেকে শুরু’ নামের একটি একক নাটকে।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, পেশাগত কারণে সাংবাদিকদের কাছে প্রায়ই সাক্ষাৎকার দিতে হয়ে। কাজটা আমার কাছে ভীষণ আকর্ষণীয় মনে হয়। এবার আমি নিজেই সাংবাদিকের ভূমিকায় অভিনয় করলাম। চরিত্রটি খুব উপভোগ করেছি আমি।

ইকারুস পারকারের রচনা এবং পার্থ সরকারের পরিচালনায় নির্মিত ‘ভুল থেকে শুরু’ নাটকে আরো অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, হোমায়রা হিমু, সুমন পাটোয়ারী, মোস্তফা প্রকাশ, কল্যাণ, ইমা, নাতাশা প্রমুখ। নাটকটি এখন এডিটিং টেবিলে। শিগগিরই প্রচারিত হবে এনটিভিতে।

বাংলাদেশ সময় ২১০৫, জানুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।