ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিয়ে করছেন ইমরান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১

বছরখানেক আগে ইমরান খানের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমিকা অবন্তিকা মালিকের বাগদান হয়। এখন তিনি ব্যস্ত আছেন তার বিয়ের আয়োজন নিয়ে।

বলিউডের আকর্ষণীয় এ নায়ক অজস্র তরুণী ভক্তের মন ভেঙে দিয়ে ১০ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন কোর্ট ম্যারেজ করার, তবে ৮ তারিখ আয়োজন করা হবে মেহেদি উৎসব। এখানে তার আত্মীয়স্বজনসহ বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষভাবে উপস্থিত থাকবেন তার বিভিন্ন ছবির নায়িকারা।

মুম্বাই থেকে দূরে কারজাতে অবন্তিকার পারিবারিক খামারবাড়িতে তাদের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অতিথিদের ভারি একটি দাওয়াতপত্রে আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে  বর্ণনা করা আছে, অনুষ্ঠানে কী ধরনের পোশাক পড়ে আসতে হবে, সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান কখন কোথায় হবে। সাথে আছে একটি রোডম্যাপ এবং এক প্যাকেট চকলেট।

বাংলাদেশ সময় ২১২৭, জানুয়ারি ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।