ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আগামী সপ্তাহে আসছে তাহসানের অ্যালবাম

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১১

এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসানের নতুন একক অ্যালবাম ‘প্রত্যাবর্তন’। জি-সিরিজের ব্যানারে অ্যালবামটি অডিও বাজারে আসছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে।



বাংলানিউজকে তাহসান জানালেন, অ্যালবামের সব কাজই এরই মধ্যে শেষ হয়েছে। এখন শুধু মুক্তির অপেক্ষা। অ্যালবামটি মুক্তি পাচ্ছে এগারো-এক-এগারো, অর্থাৎ ২০১১ সালের জানুয়ারির ১১ তারিখ।

অ্যালবামটি সম্পর্কে তাহসান বলেন, পড়ালেখার জন্য অনেক দিন বিদেশে থাকায় একক অ্যালবামের কাজ করতে পারিনি। দেশে ফিরেই তাই জোর দিয়েছি একক অ্যালবাম করার প্রতি। ‘প্রত্যাবর্তন’ নামের এই অ্যালবামের কয়েকটি গান আমি দেশের বাইরে থাকা অবস্থায় সুর করে রেখেছিলাম। এবারের অ্যালবামেও বরাবরের মতো ব্যতিক্রমী লিরিকের ওপর জোর দিয়েছি। অ্যালবামটির জন্য এবারই প্রথম একটি টেকনো ও জ্যাজ গান করলাম। এ ধরনের গান আগে কখনও করিনি। বাকি গানগুলো করেছি আমার আগের স্টাইলে।

‘প্রত্যাবর্তন’ অ্যালবামে গান থাকছে মোট ১০টি। গানের কথা লিখেছেন টি আই অন্তর, মিথিলা, ফয়সাল রাব্বিকীন ও তাহসান। প্রতিবারের মতো এবার নিজের সলো অ্যালবামের গানগুলোর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তাহসান নিজেই। অ্যালবামে একটি দ্বৈত গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তার স্ত্রী ও মডেল-অভিনেত্রী-গায়িকা মিথিলা।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭০৫,  জানুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।