ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বছরের শুরুতেও শাবনূর

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ‘এভাবেই ভালোবাসা হয়’-এর নায়িকা ছিলেন শাবনূর। ২০১১ সালের প্রথম ছবিতে তিনিই নায়িকা থাকছেন।

আগামী ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে বছরের প্রথম ছবি ‘মা আমার চোখের মণি’। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা শাবনূর।

নায়করাজ রাজ্জাক এবং তার দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট এ ছবির অন্যতম আকর্ষণ। নিজের দুই উত্তরসূরিকে নিয়ে নায়করাজ প্রথমবার দশর্কদের সামনে এসেছিলেন ‘কোটি টাকার ফকির’ ছবিতে। এটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালের ডিসেম্বরে। দু বছর পর আবার রাজ্জাক পরিবার দর্শকদের সামনে আসছেন ‘মা আমার চোখের মণি’ ছবির মাধ্যমে। ছবিতে তাদের দেখা যাবে তিনটি আলাদা পরিবারের সদস্য হিসেবে।

নায়করাজ রাজ্জাক এ ছবিতে অভিনয় করেছেন একজন রাজমিস্ত্রির চরিত্রে। শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পারাজ। সম্রাটকে দেখা যাবে রোমানার বিপরীতে। ছবিটির সাফল্য নিয়ে তার সবাই বেশ আশাবাদী।

পারিবারিক গল্প নির্ভর ছবি ‘মা আমার চোখের মণি’ আরো অভিনয় করেছেন নীরব, সুব্রত, সুচরিতা, মিজু আহমেদ প্রমুখ। ছবিটির কাহিনী ও সংলাপ রচনা করেছেন কমল সরকার। চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯০০, জানুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।