ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এ বছরের অস্কারজয়ীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

এ বছর অনেক বেশি আলোচনা হয়েছিল জেমস ক্যামেরনের ‘অবতার’ নিয়ে। ব্যবসাও করেছে স্মরণকালের সর্বোচ্চ।

অস্কারে ছবিটি মনোনয়ন পেয়েছিল নয়টি বিষয়ে।

তবে বাজিমাত করেছেন ক্যামেরনের সাবেক স্ত্রী ক্যাথরিন বিগেলো। বিগেলোর ‘দ্য হার্ট লকার’ অস্কারযুদ্ধে জয় করে নেয় ছয়টি সেরা পুরস্কার। তিনি ক্যামেরনকে হারিয়ে ঝুলিতে ভরে নেন ‘সেরা ছবি’, ‘সেরা পরিচালক’, ‘সেরা মৌলিক চিত্রনাট্য’, ‘ছবি সম্পাদনা’, ‘সেরা শব্দমিশ্রণ’ এবং ‘সেরা শব্দ সম্পাদনা’র পুরস্কারগুলো।

এদিকে ক্যামেরন নয়টি বিষয়ে মনোনয়ন পেলেও পুরস্কার পেয়েছেন তিনটিতে : ‘সেরা চিত্রগ্রহণ’, ‘সেরা শিল্প নির্দেশনা’ এবং ‘সেরা ভিজুয়্যাল এফেক্ট’।

মনোনয়ন পাওয়া নায়কদের মধ্যে ‘সেরা নায়ক’-এর খেতাব পেয়েছেন ‘ক্রেজি হার্ট’ ছবির জেফ ব্রিজেজ। আর ‘সেরা নায়িকা’ হয়েছেন ‘দ্য ব্লাইন্ড সাইড’ ছবির সান্ড্রা বুলক।

‘সেরা বিদেশি ভাষার ছবি’ পুরস্কারটি জয় করে নেয় আর্জেন্টিনার ‘দ্য সিক্রেট ইন দেয়ার আইস’। এই ক্যাটাগরিতে ছিল ইসরায়েল, পেরু, ফ্রান্স এবং জার্মানির ছবি।

পরিচালক পিট ডকটেরের ‘আপ’ এ বছর ‘সেরা অ্যানিমেশন’ ছবি হিসেবে অস্কার পায়।

বাংলাদেশ সময় ১৫৩০, ডিসেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।