ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বছরের সেরা সিরিয়াস ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

বিভিন্ন দিক থেকে বিভিন্ন ছবি গুরুত্বপূর্ণ। আবার একেক দর্শকের চোখে একেক ছবির গুরুত্ব একেক রকম।

আন্তর্জাতিক বক্স অফিসে ছবির অবস্থান বিবেচনা করে এ বছরের সেরা সিরিয়াস ছবি হিসেবে নির্বাচিত হয়েছে অ্যানিমেশন ছবি ‘টয় স্টোরি থ্রি’।

লি উনক্রিশ পরিচালিত ‘টয় স্টোরি থ্রি’ দুনিয়াজুড়ে আয় করেছে এক বিলিয়ন ডলারেরও বেশি। ছবিটি টাইম ম্যাগাজিনের চোখেও এ বছরের সেরা ছবি হিসেবে বিবেচিত হয়েছে।

বর্ষসেরা সিরিয়াস ছবির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পরিচালক টিম বার্টনের ‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড’। ছবি-সমালোচকদের তীব্র সমালোচনায় পড়লেও এ অ্যানিমেশন ছবিটি আর্ন্তজাতিক বক্স অফিসের হিসাব মতে আয় করেছে এক বিলিয়ন ডলার।

এর পরেই ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘ইনসেপশন’-এর অবস্থান। ছবিটির আয় আটশ মিলিয়ন ডলারের একটু বেশি।

উত্তর আমেরিকা ও ইউরোপের বক্স অফিস মাতানো পরিচালক ডেভিড ইয়েটসের ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেডলি হ্যালোস’ আন্তর্জাতিক অঙ্গনে অর্জন করেছে চতুর্থ স্থান। ‘ইনসেপশন’-এর চেয়ে এর আয় সামান্য কম।

পরিচালক মাইক মিচেলের ‘শ্রেক ফরএভার আফটার’ সাতশ মিলিয়নের বেশি আয় করে প্রথম পাঁচে অবস্থান করছে। খবরটি ছেড়েছে কন্টাক্টমিউজিকডটকম।

বাংলাদেশ সময় ১৪০৬, ডিসেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।