ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অমিতাভকে ঢাকা আনতে মুম্বাইতে এটিএন চেয়ারম্যান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

বলিউডের মেগাস্টার বিগবি অমিতাভ বচ্চনকে সপরিবারে ঢাকা আনার উদ্যোগ গ্রহণ করেছে এটিএন বাংলা। এ উদ্দেশ্যে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বর্তমানে মুম্বাই অবস্থান করছেন।



ভারতের সর্বকালের অন্যতম জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনকে নিয়ে ঢাকায় একটি বড় ধরনের কনসার্ট আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে এটিএন বাংলার সহযোগী প্রতিষ্ঠান এটিএন রেকর্ডস। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, অমিতাভ বচ্চনকে ঢাকায় আনার ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত করতেই মুম্বাই গেছেন এটিএন বাংলার চেয়ারম্যান। এ ব্যাপারে মুম্বাইয়ের একাধিক নামকরা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলেছেন তিনি।

আর শুধু বিগবিই নয়, সঙ্গে স্ত্রী জয়া বচ্চন, অভিষেক আর ঐশ্বরিয়াকেও ঢাকায় আনার পরিকল্পনা রয়েছে এটিএন রেকর্ডসের। তবে অমিতাভ বচ্চন ঢাকা সফরে কবে আসছেন তা এখনো চূড়ান্ত হয়নি বলে সূত্রটি জানিয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫১০, ডিসেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।