ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

প্যালট্রোকে উৎসাহ দিলেন ব্রিটনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১০

অভিনেত্রী গিনেথ প্যালট্রোকে উৎসাহ দিলেন পপ শিল্পী ব্রিটনি স্পিয়ার্স। প্যালট্রো অভিনয় করবেন ‘কান্ট্রি সং’ ছবিতে।

আর ছবিটির ধারণা পরিচালক পেয়েছেন ব্রিটনির কাছ থেকেই।

সংবাদমাধ্যমকে কথাগুলো জানিয়েছেন ছবিটির পরিচালক শ্যানা ফেস্ট নিজেই। ছবিটিতে মাদকাসক্ত প্যালট্রো কান্ট্রি সং গেয়ে তার ক্যারিয়ারে ফিরে আসার চেষ্টা করবেন। আর চরিত্রটি রূপদানের জন্য প্যালট্রোকে উৎসাহ জুগিয়েছেন ব্রিটনি।

ছবিটিতে আরো অভিনয় করবেন গেরেথ হেডলুন্ড এবং লেইটন মিজটার। পরিচালক নিজেই তৈরি করেছেন ছবিটির চিত্রনাট্য।

পরিচালক ফেস্ট বলেন, ‘২০০৯ সালে মাইকেল জ্যাকসনের মারা যাওয়ার সময় আমি চিত্রনাট্যটি তৈরি করি। তখন দেখেছি শিল্পীরা, যারা সমাজকে এত কিছু দান করে যান, তাদের প্রতি আমরা কী বিরূপ দৃষ্টিভঙ্গি পোষণ করি। ’

ফেস্ট আরো বলেন, ‘এই শিল্পীরাই পড়ে যাওয়ার পর আবার লড়াই করেন এবং মঞ্চে ফিরে আসেন। আবার পড়ে যান, আবার লড়াই করেন ফিরে আসার জন্য। কী অদ্ভুত এই জীবনধারা। ’

বাংলাদেশ স্থানীয় সময় ১৯২৬, ডিসেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।