ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মার্চে ঢাকা আসছেন শাকিরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

বলিউড সুপারস্টার শাহরুখ খানের পর এবার ল্যাটিন পপ সেনসশন ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পদক্ষেপ গ্রহণ করেছে অন্তর শোবিজ। এ বিষয়ে শাকিরার এজেন্সির সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে।

শাকিরা আগামী মার্চে ঢাকা সফরের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন বলে জানা গেছে।

শাকিরা এর আগে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন ২০০৭ সালে। ইউনেস্কোর অ্যাম্বাসেডর হয়ে তিনি সিডরবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এবার তিনি আসছেন পারফর্ম করার জন্যই। ‘কিং খান লাইভ ইন ঢাকা’-এর সফল আয়োজনের পর অন্তর শোবিজ এখন মনোযোগ দিয়েছে ‘শাকিরা লাইভ ইন ঢাকা’ আয়োজনের জন্য। বর্তমানে শাকিরার এজেন্সির সঙ্গে ই-মেইলে চলছে দর কষাকষি।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৫৫, ডিসেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।