ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দাতব্য কাজে টাকা তুলছেন জ্যানেট জ্যাকসন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১০

লস অ্যাঞ্জেলেসের একটি দাতব্য প্রতিষ্ঠানের জন্য টাকা তুলছেন জ্যানেট জ্যাকসন। ‘প্রজেক্ট অ্যাঞ্জেল ফুড’ নামের এই প্রতিষ্ঠানটির মাধ্যমে এই শহরের ক্ষুধার্ত মানুষদের মাঝে দান করা হবে এই অর্থ।



‘জ্যানেট বারবি ডল’ নামে একটি রেপ্লিকা তৈরি করা হবে। দাম ধরা হয়েছে ১৫ হাজার মার্কিন ডলার।

এই প্রখ্যাত সঙ্গীতশিল্পী বাচ্চাদের খেলনা প্রস্তুতকারি প্রতিষ্ঠান মাট্টেলকে অনুমতি দিয়েছেন তার আদলে রেপ্লিকাটি তৈরি করার। এ বছরের শুরুতে জ্যানেট কালো ও লাল রঙের গাউন পড়ে ইউএস রিয়েলিটি শো ‘অ্যামেরিকান আইডলে’ এসেছিলেন। আর সেই আদলেই তৈরি হবে জ্যানেটের প্লাস্টিকের রেপ্লিকা।

আগের ঘোষণামতো জ্যানেট আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস থেকে শুরু করছেন তার বিশাল পরিসরের বিশ্বভ্রমণ। ভক্তদের ভোটে এগিয়ে থাকা হংকং শহর থেকেই শুরু হবে এই পরিভ্রমণ।

উল্লেখ্য, জ্যানেট তার ৩৫তম তালিকা শীর্ষ অ্যালবামের আনন্দ উদযাপনের জন্য পৃথিবীর ৩৫টি শহর ভ্রমণ করবেন। তার ভ্রমণের বিস্তারিত পরে প্রকাশ করা হবে বলে জ্যানেটের ওয়েবসাইট থেকে জানা যায়।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫১৪, ডিসেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।