ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ডগলাস-জেটা জোন্স বর্ষসেরা তারকা দম্পতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১০

ক্যান্সার আক্রান্ত অভিনেতা মাইকেল ডগলাস এবং অভিনেত্রী ক্যাথরিন জেটা জোন্স ২০১০-এর বর্ষসেরা তারকা দম্পতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

ডেটিং ওয়েবসাইট কেমেস্ট্রিডটকমের এক জরিপে এই দম্পতির স্থান রয়েছে শীর্ষে।

এর পরেই অবস্থান করছে অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্রাড পিট দম্পতি।

এই জরিপে ডেমি মুর এবং অ্যাশটন কুচার দম্পতি রয়েছেন তৃতীয় স্থানে।

গত আগস্টে নিজের কণ্ঠনালীর টিউমার ও ক্যান্সারের কথা প্রকাশ করে ‘ওয়াল স্ট্রিট’-খ্যাত অস্কারবিজয়ী অভিনেতা মাইকেল ডগলাস সংবাদমাধ্যমে ব্যাপক ঝড় তোলেন। পরে তিনি তার বাবাকে বলেন, ‘পরিবার কী জিনিস তা আমার ক্যান্সার হওয়ার পর বুঝতে পেরেছি। ’

বাংলাদেশ স্থানীয় সময় ১৩৪২, ডিসেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।