ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বব ডিলানের হাতে লেখা গান নিলামে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১০

বব ডিলানের হাতে লেখা বিখ্যাত গান ‘দ্য টাইমস দে আর আ চেঞ্জিং’ নিলামে বিক্রি হলো প্রায় সাড়ে চার লাখ মার্কিন ডলারে।

ঊনসত্তর বছর বয়সী এই খ্যাতিমান সঙ্গীতশিল্পী ১৯৬০ সালের দিকে এই গানটি লিখেছিলেন একটি ব্যবহৃত পুরনো কাগজে।

নিউ ইয়র্কে নিলাম প্রতিষ্ঠান সোথবির বিশেষজ্ঞরা ভেবেছিলেন, এই গানের কপি দুই থেকে তিন লাখ মার্কিন ডলারে বিক্রি করা যাবে।

কিন্তু তাদের প্রত্যাশা ছাড়িয়ে লেখাটি বিক্রি হয় ৪ লাখ ২২ হাজার ৫০০ মার্কিন ডলারে। সোথবির সূত্র জানায়, গানের এই কপিটি প্রথমে কিনেছিলেন শিল্প-সংগ্রাহক এডাম সেন্ডার।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৩৪, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।