ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

লেডি গাগার ৮ মোমের ভাস্কর্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১০

গত দু বছরে লেডি গাগার জনপ্রিয়তা এত উঁচুতে উঠেছে যে, মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এই জনপ্রিয় পপ শিল্পীর মোমের ভাস্কর্য তাদের জাদুঘরে তুলবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১০ ডিসেম্বর পৃথিবীর বিভিন্ন দেশে মাদাম তুসোর জাদুঘরে গাগার আটটি ভাস্কর্য উন্মোচন করা হয়।



বিচিত্র পোশাক পরিহিত গাগার ভাস্কর্যগুলো এখন শোভা পাচ্ছে জাদুঘরটির লন্ডন, নিউ ইয়র্ক, লাস ভেগাস, আমস্টার্ডাম, বার্লিন, সাংহাই এবং হংকং শাখায়।

লন্ডনের মাদাম তুসোর জেনারেল ম্যানেজার বলেন, ‘লেডি গাগার ভাস্কর্য স্থাপনের একটা জোরালো দাবি ছিল। এই দাবি পূরণ করতে পেরে আমরা খুবই খুশি। ’

তিনি মনে করেন, গাগার ভাস্কর্যগুলো যথাযথভাবে উপস্থাপনের বিষয়টিকে জাদুঘর কর্তৃপক্ষ এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। তবে সবকিছুই ভালোয় ভালোয় হয়ে গেছে। ভাস্কর্যগুলো উপস্থাপনায় কর্তৃপক্ষ গাগার বিভিন্ন স্টাইলকে গুরুত্ব দিয়েছে।

২০০৮ সালে গাগার প্রথম অ্যালবাম ‘দ্য ফেম’ প্রকাশিত হওয়ার পর থেকে তার জনপ্রিয়তার পারদ ঊর্ধ্বমুখীই হয়ে আছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩১০, ডিসেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।