ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বগুড়ায় পাঁচ দিনব্যাপী নাট্যেৎসব

টি. এম. মামুন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০

বগুড়ায় শুরু হতে যাচ্ছে অনুসন্ধিৎসু নাট্যদল প্রাকৃতজন-এর ৫ দিনব্যাপী নাট্যেৎসব। নাটক চলবে আগামী ১১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।



আয়োজকরা জানান, অনুসন্ধিৎসু নাটকের দল প্রাকৃতজন আ্যামবিশনের একটি সহযোগী সংগঠন হিসেবে ইতিমধ্যেই বগুড়া, ঢাকা, নওগাঁ, রাজশাহীসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে নিজেদের একটি অবস্থান তৈরি করে নিয়েছে।  

নাট্যোৎসবে যেসব নাটক মঞ্চস্থ হবে সেগুলো হলো ফ্রয়েড ও প্রকৃতি, সত্যর ইচ্ছা, অশপ্ত, প্রেমপত্র ও চলনবিলে কলঙ্ক। সবকটি নাটকের প্রয়োগ ভাবনায় রয়েছেন নাট্যকার-লেখক সেলিম রেজা সেন্টু। নাটকের পাশাপাশি প্রতিদিন বিকেলে থাকবে বাউল গানের আসর।

এছাড়া প্রায় ৯৪ বছর বয়স্ক বাংলাদেশের প্রবীণতম নাট্যজন মাহফুজুল বারী এবং পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটারের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীসহ বিশিষ্ট জনদের নাট্য সম্মাননা প্রদান করা হবে উৎসবে।

উৎসবের পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংক, মিডিয়া পার্টনার চ্যানেল আই।

বাংলাদেশ সময় ১২২৫, ডিসেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।