ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কাব্য কামরুলের পুঁথির অ্যালবাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১০

আমার মন ভাল না, কেউ বোঝে না, বোঝে আমার মায়ে/আমি থাকি ঢাকা শহর, মা যে থাকে গায়ে। মা...রে মনে পড়ে, এই শহরে যখন যেথায় ঘুরি/সযতনে মায়ের স্মৃতি হৃদয়ে লালন করি।



লাইনগুলো কোনও গান বা কবিতার নয়। মায়ের প্রতি আকুল অনুভূতির লাইনগুলো কাব্য কামরুলের পুঁথির অ্যালবামের। এমন আরো সাতটি ভিন্ন ধরনের বিষয় নিয়ে লেজার ভিশন প্রকাশ করেছে ‘কাব্য কামরুল-এর পুথি’ শিরোনামের অ্যালবামটি।

কাব্য কামরুলের লেখালেখির শুরু সেই শৈশব থেকে। এই সুবাদেই পরিচয় পুঁথিসাহিত্যের সাথে। পুঁথির সুরটাকে ভালোবেসে নিজের মনেই নিজের কথা গাইতে থাকেন পুঁথির নানান সুরে। পরিচিত মহলে কদরও পান বেশ ভালই। সে উৎসাহেই সাহস করে প্রকাশ করেন নিজের লেখা পুঁথির অ্যালবাম।

‘নগর জীবন, প্রেম-ভালোবাসা, ইতিহাস-ঐতিহ্য এসব বেশ ভালোভাবেই এসেছে তার পুথিতে। আধুনিক সময়ে যেখানে গানের ধরনের কোনও ইয়ত্যা নেই সেখানে এ পুঁথির অ্যালবাম শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি। ’ অ্যালবামের ভূমিকায় কথাগুলো লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারেক রেজা ।


বাংলাদেশ সময় ১৪১৫, ডিসেম্বর ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।