ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

জোলির শেষ ঠিকানা আফ্রিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১০

আফ্রিকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখেন জগত-কাপাঁনো অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সঙ্গে থাকবে তার অভিনেতা স্বামী ব্র্যাড পিট আর তাদের ছয় সন্তান।

যখন আস্তে আস্তে অভিনয়ের ডাক কমে আসবে, তখনই তিনি তার স্বপ্নটাকে সিদ্ধান্তে নিয়ে আনবেন।

‘সেই অনাগত দিনগুলোর কথা আমি কল্পনা করতে পারি। যখন কাজের পরিমাণ কমে আসবে। এমনটি নয় যে আমি অবসরে যাচ্ছি। তবে যখনই এমন দিন আসবে যে হাতে মাত্র একটা-দুটো ছবির কাজ, তখনই চলে যাব আফ্রিকায়,’ গসিপব্লেন্ডারডটকমকে এমন কথাই বললেন জোলি।

তিনি আরো বলেন, ‘সত্যি বলতে কী, জীবনের এমন একটি সময়ে আমি আফ্রিকাতেই থাকতে পছন্দ করব। অনেক সময় কাটাবো ছোট বিমান চালিয়ে। অনেক মজার মজার কাজ করে সময় কাটাব। ’

বাংলাদেশ স্থানীয় সময় ১৫৪৯, ডিসেম্বর ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।