ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অ্যানিমেশন ছবির ভক্ত ব্র্যাড পিট পরিবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১০

হলিউডের অস্কার মনোনীত অভিনেতা ব্র্যাড পিট কণ্ঠ দিলেন বাচ্চাদের অ্যানিমেশন ছবি ‘মেগামাইন্ড’-এ। টম ম্যাকগ্রেথ পরিচালিত এই ছবিতে পিট কণ্ঠ দিয়েছেন ‘মেট্রোম্যান’ চরিত্রটির জন্য।



পিট এই ছবিটিতে কণ্ঠ দিয়েছেন তার বাচ্চাদের উৎসাহিত করার জন্য। তিনি মনে করেন, সম্ভবত পৃথিবীর যে কোনও পরিবারের চেয়ে তার পরিবারেই বেশি সংখ্যক অ্যানিমেশন ছবি দেখা হয়।

ছবিটিতে আরো কণ্ঠ দিয়েছেন উইল ফেরেল, জোনাহ হিল এবং টিনা ফে।

পিট বলেন, ‘সত্যি বলতে কী, আমার কাছে যদি এখনকার কোনও চলচ্চিত্র সম্পর্কে জানতে চান তাহলে সে সম্পর্কে কিছু বলতে ঝামেলাই হবে। কিন্তু কোনও অ্যানিমেশন ছবি সম্পর্কে জিজ্ঞেস করলেই সাথে সাথে উত্তর দিতে পারব। ’

বাংলাদেশ স্থানীয় সময় ০০২০, ডিসেম্বর ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।