ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এবার স্টেজ শো থেকে আসিফের বিদায়

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০

অডিও আর প্লে-ব্যাক থেকে অব্যাহতি নেবার পর জনপ্রিয় গায়ক আসিফ এবার স্টেজ শো থেকেও বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর চট্টগ্রামের ফয়েস লেকের বিজয় দিবসের কনসার্টে অংশ নেওয়ার পর  দেশ-বিদেশের কমার্শিয়াল স্টেজ শোতে আসিফ আর গান গাইবেন না বলে বাংলানিউজকে জানিয়েছেন।



অডিও এবং প্লে-ব্যাক থেকে সরে দাঁড়ানোর পর স্টেজ শো থেকেও নিজেকে সরিয়ে আনার কারণ জানতে চাইলে আসিফ বলেন, একধরণে ক্ষোভ আর দুঃখ থেকেই গান থেকে বিদায় নেয়া। আমাদের দেশে শিল্পীর যথাযথ মর্যাদা দেওয়া হয় না, তারই প্রতিবাদে আমার এই বিদায়। আমি চাই, আমার এই প্রস্থানটা নতুন প্রজন্মের কাছে প্রতিবাদ হয়ে বেঁচে থাকুক।

আসিফ আরও বলেন, গান-বাজনা তো আমার রক্তের সঙ্গে মিশে গেছে। চাইলেই তা পুরোপুরি ছেড়ে দেয়া সম্ভব নয়। চ্যারিটি শো বা দেশের জন্য বিশেষ কোন আয়োজনে নিমন্ত্রণ পেলে অবশ্যই গাইবো। আসলে বানিজ্যিকভাবে গানের অধ্যায় থেকে আমি নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছি অর্থ্যাৎ টাকার জন্য আর গান গাইবো না।

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামটির মাধ্যমে আত্মপ্রকাশের পর দীর্ঘ দশ বছর অডিও ইন্ডাস্ট্রিতে ছিলেন শীর্ষস্থানে। তার একক অ্যালবাম বেরিয়েছে ৩০টি এবং দ্বৈত ও মিশ্র অ্যালবাম বেরিয়েছে দুই শতাধিক। যার মধ্যে বাণিজ্যিক বিচারে সফল হয়েছে ৯৫ভাগ অ্যালবাম। অডিও সেক্টরে পা রাখার আগেই আসিফ প্লেব্যাক শুরু করেন। প্রায় দেড়শ সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। দেশের প্রায় প্রতিটি জেলায় স্টেজ শোতে গান পরিবেশন করেছেন। ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের প্রবাসী বাঙালি অধ্যুষিত বহু জায়গার কনসার্টেও অংশ নিয়েছেন তিনি।

বাণিজ্যিকভাবে গান থেকে বিদায় নেয়া প্রসঙ্গে আসিফ ক্ষোভের সঙ্গে বাংলানিউজকে বলেন, শুধুমাত্র রাজনৈতিকভাবে ভিন্নমতের মানুষ হওয়ায় সরকার আমার কণ্ঠরোধ করতে চাচ্ছে। বিটিভিতে আমার গান প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। কোথাও আমার গান গাওয়ার প্রোগ্রাম থাকলে আয়োজকদের নানাভাবে বাঁধা দেওয়া হচ্ছে। একজন শিল্পী হয়ে আমি তা মেনে নিতে পারছি না। আমি নিজেই তাই গানের সব শাখা থেকে স্বেচ্ছায় ছুটি নিলাম।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬১০,  নভেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।