ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আফসানা মিমির ‘মনের কথা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০

জনপ্রিয় অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমির উপস্থাপনায় বাংলাভিশনে শুরু হচ্ছে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘মনের কথা’। অনুষ্ঠানটি সম্পর্কে আফসানা মিমি বলেন, আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে, যাদের জীবনযাপন অজানা-অচেনা-রহস্যময়।

সেইসব রহস্যেঘেরা মানুষদের মনের কথা জানার চেষ্টা করব আমরা এই অনুষ্ঠানে।
 
‘মনের কথা’ অনুষ্ঠানটিতে উঠে আসবে সেই মানুষদের মনের কথা, যারা আমাদের সবার কাছেই অনাকাক্সিক্ষত। তারাও হয়তো তাদের এমন জীবন কামনা করেননি। একজন মলম পার্টির সক্রিয় কর্মী, একজন পকেটমার, একজন পেশাদার জল্লাদ বা একজন যৌনকর্মী কীভাবে এ পেশার সাথে সম্পৃক্ত হলেন সেই ঘটনাসহ অসংখ্য অজানা কথা উঠে আসবে ‘মনের কথা’ অনুষ্ঠানে। এরকম অনেক পেশার মানুষ বলবেন তাদের না বলা কথা।

শামীম শাহেদের প্রযোজনায় ‘মনের কথা’ বাংলাভিশনে প্রচারিত হবে প্রতি বুধবার ৯টা ০৫ মিনিটে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯০৫, নভেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।