ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

টিভি চ্যানেলের ঈদ আয়োজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

বিনোদন প্রতিবেদন

প্রতি ঈদে টিভি চ্যানেলগুলো চেষ্টা করে বিনোদনের পসরা সাজিয়ে দর্শকদের ধরে রাখতে। সব চ্যানেলেরই ঈদের প্রস্তুতি শুরু হয়ে যায় একমাস আগে থেকেই।

নির্মাতা-কলাকুশলী আর অভিনেতা-অভিনেত্রীদের উঠে মধ্যে সাজ সাজ রব। এবারের ঈদ-উল-আযহাতেও তার ব্যতিক্রম হয় নি। বিটিভি সহ ১০টি চ্যানেলে এবার ঈদ উপলক্ষে প্রচার হচ্ছে পাঁচ থেকে সাতদিন ব্যাপি ঈদের বিশেষ অনুষ্ঠান। আসুন, হাইলাইটস দেখে বেছে নিন ঈদে কখন কোন চ্যানেলে চোখ রাখবেন।

এটিএন বাংলার ছয়দিনের ঈদ আয়োজন

ঈদের আগের দিন ১৬ নভেম্বর মঙ্গলবার

বাংল ছায়াছবি :  বধু বরণ ॥ দুপুর ২টা ৪৫ ॥ নজরুল ইসলাম খানের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী, আমিন খান প্রমূখ ॥

নাটক : হাজার রজনীর গল্প ॥ রাত ৭টা ৪৫ ॥  রূপান্তর ও পরিচালনায় : মঈন খান রূপি ॥ অভিনয়ে : আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদ, কাজী উজ্জ্বল, হাসানুজ্জামান মাসুদ, আল হেলাল আহম্মেদ প্রমুখ ॥  আরব্য উপন্যাসের হাজার রজনীর গল্পগুলির ভেতর থেকে দর্জি কুঁজো হেকিম মাতাল এবং নাপিতের গল্প নিয়ে এই নাটক ॥

নাটক : ঈদের রং ॥ রাত ১০টা ৫৫ ॥ রচনা ও পরিচালনা : মামুনুর রশীদ ॥  অভিনয়ে: মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, তমালিকা, ডলি জহুর প্রমুখ ॥ গল্প :  মিলন বংশানুক্রমিক ভাবে পোষ্টম্যান।   বাবা আনু মিয়া ১৯৭১ সালে সরকারী চাকরীর বাইরে মুক্তিযোদ্ধাদের চিঠি, টাকা পৌছে দিত। ঈদের আগে এরকম বেসরকারী কাজ করতে গিয়ে সে ধরা পড়ে। রাজাকার কমান্ডার তাকে জবাই করে হত্যার নির্দেশ দেয়।   বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মিলন চাকরী পায়। কিন্তু ঈদের আগের দিন থেকে বিষন্ন হয়ে যায়। তার বাবার হন্তারক সেই রাজাকার এখনও জীবিত। কোরবানীর সময় সে কয়েকটি গরু জবাই করে গ্রামবাসীকে খাওয়ায়। প্রতিটি ঈদেই তার কাছে পৃথিবীটা কালো হয়ে যেত। কিন্তু সে এবার ঈদে নতুন রং খুঁজে পেয়েছে ॥

ঈদের দিন ১৭ নভেম্বর বুধবার

বাংলা ছায়াছবি : চিরদিন আমি তোমার ॥ বিকাল ৩টা ৩০ ॥ পরিচালনায় : এফ আই মানিক ॥ অভিনে : রিয়াজ, পূর্ণিমা, অমিত হাসান, রোমানা প্রমুখ ॥

নাটক : গণিত মানব ॥  রাত ৭টা ৪৫ ॥ রচনা : অমিয় সদনম, পরিচালনায় : অনিমেষ আইচ ॥ অভিনয়ে :  আলী যাকের, আসাদুজ্জামান নূর এবং অন্যান্য ॥  গল্প : গণিতবিদ জহিরুল হক গণিতের জগতে এক অপ্রতিদ্বন্দী নাম। অংকের জন্য তিনি সবচেয়ে সম্মানজনক পুরস্কার ইউকিড প্রাইজে’ও ভুষিত হয়েছেন। নিজের এই যশ, এই সুনামকে যখন তিনি আকন্ঠ উপভোগ করছেন ঠিক তখন এক অদ্ভূত আগন্তুকের অবতারণা ঘটে তার জীবনে; তিনি মরিয়া হয়ে ওঠেন জানতে কে এই গণিত মানব? কি তার পরিচয়? নাকি এই আগন্তুক ড. জহিরের গাণিতিক মনের শুধুই একটা কল্পনা!

ঈদের পরের দিন ১৮ নভেম্বর বৃহস্পতিবার

বাংলা ছায়াছবি : ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া ॥ দুপুর ১২টা ১৫ ॥ পরিচালনায় : উত্তম আকাশ অভিনয় : শাকিব খান, শাবনুর, হুমায়ুন ফরিদী, সুচরিতা প্রমুখ ॥  

টেলিফিল্ম : ভ্যাজাল মন্ডল ॥  বিকাল ৩টা ৪৫ ॥ রচনা : বৃন্দাবন দাস  ও পরিচালনায় : সালাহউদ্দিন লাভলু ॥ অভিনয়ে :  মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শামীম জামান, আলভী, স্বাগতা, আমিরুল হক চৌধুরী প্রমুখ ॥ গল্প : গ্রামের এক প্রভাবশালী লোক ভ্যাজাল মন্ডল ভ্যাজাল বাধাতে তার কোন জুড়ি নেই। গ্রামের প্রত্যেকটা লোকের সাথে ভ্যাজাল বাধানো তার অভ্যাসে দাড়িয়ে গেছে। শেষে দেখা যায় ভ্যাজাল মন্ডল এক ভ্যাজালে নিজেই জড়িয়ে যায়। তারপর থেকে তার শিা হয়। এইভাবে নানান রকমারী ভ্যাজাল নিয়ে ধীরে ধীরে এগুতে থাকে নাটকের কাহিনী ॥

বিশেষ সঙ্গীতানুষ্ঠান : টিউন ক্যাফে ॥ সন্ধ্যা ৬টা ১০॥ পরিচালনায় : রুমানা আফরোজ  ও উপস্থাপনায় : শিল্পী বাপ্পা মজুমদার ॥ সঙ্গীত পরিবেশন : কিংবদন্তী শিল্পী কুমার বিশ্বজীৎ ॥  অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশনার পাশাপাশি কুমার বিশ্বজীৎ ও বাপ্পা মজুমদার একে অপরের অভিজ্ঞতা, মজার স্মৃতিচারন, সঙ্গীতকে নিয়ে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।