ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কলকাতা চলচিত্র উৎসবে দেখানো হবে না সত্যজিৎ রায়ের ‘সিকিম’

রক্তিম দাশ, সিনিয়র করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০

কলকাতা: আদালতের স্থগিতাদেশের কারণে শুক্রবার থেকে শুরু হওয়া কলকাতা চলচিত্র উৎসবে দেখানো হবে না অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক প্রয়াত সত্যজিৎ রায়ের প্রামাণ্যচিত্র ‘সিকিম’।

বৃহস্পতিবার কলকাতার নন্দনে কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটির প্রধান নীলাঞ্জন বন্দোপাধ্যায় এ সংবাদ দিয়ে জানিয়েছেন ‘বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩টা ২৫ মিনিট  নাগাদ  সিকিম জেলা আদালত থেকে উৎসব কমিটির কাছে এ মর্মে একটি ইমেল আসে।

তাতে বলা হয়েছে, প্রামাণ্যচিত্রটি দেখানোর ওপর স্থগিতাদেশ জারি করেছেন আদালত। ’

তিনি আরও বলেন, ‘প্রায় ৪ দশক পরে বরেণ্য পরিচালক প্রয়াত সত্যজিৎ রায়ের সিকিম নামক প্রামাণ্যচিত্রটি দেখানোর ব্যবস্থা করা হয়েছিল উৎসবের প্রতিদিন। কিন্তু সিকিম রাজ্যে একটি সংগঠন আর্ট অ্যান্ড কালচার এ প্রামাণ্যচিত্রটি দেখানো বেআইনি বলে আদালতে আবেদন করলে আদালত এ প্রদর্শন স্থগিত করেন। ’

জানা গেছে, বৃহস্পতিবার ‘সিকিম’-এর দুটি শো হওয়ার কথা থাকলেও একটি হওয়ার পরে প্রর্দশন বন্ধ করে দেয় উৎসব কমিটি।

উল্লেখ্য, ১৯৭০ সালে সিকিমের রাজপরিবারে আগ্রহে ‘সিকিম’ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায়। এরপরই গণভোটের মাধ্যমে ভারতে অর্ন্তভুক্ত হয় সিকিম রাষ্ট্রটি। তারপর থেকেই এ প্রামাণ্যচিত্রটি ভারতে প্রর্দশনে নিষেধাজ্ঞা জারি ছিল। সম্প্রতি এই নিষেধাজ্ঞা ভারত সরকারের পক্ষ থেকে তুলে নেওয়া হলে প্রথম কলকাতা চলচিত্র উৎসবে তা সর্বসাধরণের জন্য দেখানোর ব্যবস্থা করা হয়েছিল।

ভারতীয় সময়: ০৪৪৫ ঘণ্টা, নভেম্বর১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।