ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিয়ে করলেন শ্রাবন্তী

জাবেদ ইকবাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০

আবার বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। তার নতুন বরের নাম খোরশেদ আলম।

তিনি বর্তমানে এনটিভির অনুষ্ঠানের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত।

শুরুতে বিয়ের বিষয়টা গুজব মনে হলেও শ্রাবন্তীর ফেসবুকের স্ট্যাস্টাস দেখে বিষয়টা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। নিজের বিয়ের আনন্দের সংবাদ নিয়ে ফেসবুকে লিখেন : ‘সুস্থভাবে, সুন্দরভাবে ধর্মানুযায়ী পরিবারের দোয়া, ভালোবাসা এবং আদর নিয়ে বিয়ে করে ফেললাম। দোয়া করবেন। ’ মজার ব্যাপার হলো, শ্রাবন্তীর বর খোরশেদ আলম শ্রাবন্তীর ফেসবুকের ওয়ালে লিখেছেন, ‘কিরে ভাই, আপনার জামাইয়ের ছবি কই? এটা তো ঠিক নারে ভাই!’

ফোনে যোগাযোগ করলে শ্রাবন্তী বাংলানিউজকে বলেন, ২৯ অক্টোবর শুক্রবার রাতে গুলশানে তার বোনের বাসায় এ বিয়ে অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকতা কবে করবেন জানতে চাইলে শ্রাবন্তী বলেন, তিনি এতিমখানায় এতিমদের খাওয়ানোর ব্যবস্থা করবেন।

কীভাবে খোরশেদ আলমের সাথে তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, চ্যানেলের মাধ্যমেই তার সাথে পরিচয়। এরপর আস্তে আস্তে সম্পর্ক গভীর হতে থাকে।

তবে এটা শ্রাবন্তীর পরিবারের কাছে তার প্রথম বিয়ে হলেও অনেকের কাছে দ্বিতীয় বিয়ে। কারণ জনপ্রিয় সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়ার সাথে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা প্রায় সবাই জানেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৪০, নভেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।