ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নতুন ব্যাটম্যান ‘দ্য ডার্ক নাইট রাইজেস’

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১০

আসছে নতুন ব্যাটম্যান। নাম দেওয়া হয়েছে ‘দ্য ডার্ক নাইট রাইজেস’।

তবে এটি ত্রিমাত্রিক প্রযুক্তিতে চিত্রিত হচ্ছে না। এই জন্য হতাশ হওয়ার কিছুই নেই। কেননা আরও উন্নত প্রযুক্তি বিশেষ করে উচ্চপ্রযুক্তিসম্পন্ন ক্যামেরা ব্যবহার করা হবে ছবিটির চিত্রগ্রহণে। এই কথাগুলো বলেছেন এর পরিচালক ক্রিস্টোফার নোলান।

২০১২ সালের ২০ জুলাই ছবিটির মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে। নতুন ছবিটি ২০০৫ সালের ‘ব্যাটম্যান বিগিনস’ আর ২০০৮ সালের ‘দ্য ডার্ক নাইটের’ সিকুয়্যেল। আগের ছবি দুটিতে অভিনয় করেছিলেন প্রয়াত হিথ লেজার।

চল্লিশ বছর বয়সী ব্রিটিশ-আমেরিকান পরিচালক নোলান লস এঞ্জেলেস টাইমসের হিরো কমপ্লেক্স ব্লগে জানিয়েছেন, আগের ছবি দুটির চেয়ে এবারের ছবিটি নিশ্চয়ই দেখতে একটু অন্যরকম হবে। একটু অন্যরকম অনুভূতিও সৃষ্টি করবে।

তার মতে, যে গল্প শুরু হয়েছিল আগের ছবি দুটিতে এবারের ছবিটি সেই গল্পের একটি পরিসমাপ্তি টানবে। তবে কোন ব্যাটম্যান ভিলেন এই নতুন ছবিতে আসছেন তা খোলাসা করতে নারাজ পরিচালক নোলান।

নোলানের ‘ইনসেপশনে’ ছিলেন ব্রিটিশ অভিনেতা টম হার্ডি। তার দিকেই পাল্লা ঝুলেছে ব্যাটম্যান ভিলেনের। কথা উঠেছে ‘ইনসেপশনের’  স্যার মাইকেল কেইনকেও দেখা যেতে পারে এই ছবিটিতে।


বাংলাদেশ স্থানীয় সময় ১২১৫, নভেম্বর ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।