ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আমার আমিতে ফারুকী-তিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০

বিয়ের পর ঈদের নাটক নিয়ে দারুণ ব্যস্ত ছিলেন দুজনা। তাই মধুচন্দ্রিমায়ও যাওয়া হয়নি তারকা দম্পতি ফারুকী-তিশার।

এমন কি টিভি পর্দায়ও আসা হয়নি তাদের।

এবার একটু অবসর মিলেছে। তাই বাংলভিশনের জনপ্রিয় সেলিব্রিটি শো ‘আমার আমি’র আগামী পর্বে উপস্থিত হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী তিশা দম্পতি। বিয়ের পর এটিই টিভিক্যামেরার সামনে তাদের প্রথম কথা বলা।

‘আমার আমি’ অনুষ্ঠানের অন্তরঙ্গ আলাপচারিতায় তারা বলেছেন নিজেদের শিল্পী জীবনের বিভিন্ন মজার অভিজ্ঞতা, প্রেম-ভালোবাসার কথা, প্রাপ্তি-অপ্রাপ্তি, ভক্তদের ভালোবাসার গল্পসহ নিজ সংসারের ভবিষ্যতের নানান পরিকল্পনার কথা।

নওশীন নাহরিনের উপস্থাপনা ও অনন্ত জাহিদের প্রযোজনায় আমার আমির এ পর্ব প্রচার হবে ১৯ সেপ্টেম্বর রোববার রাত ৯টা ০৫ মিনিটে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬২৫,  সেপ্টেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।