ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আবু সাইয়ীদের নতুন ছবি ‘অপেক্ষা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আবু সাইয়ীদ পরিচালিত নতুন ছবি ‘অপেক্ষা’।   ছবিটি সেন্সর সনদ লাভ করেছে।

সম্প্রতি সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখেন এবং আনকাট সেন্সরের সিদ্ধান্ত জানান।

আবু সাইয়ীদ পরিচালিত নতুন ছবি ‘অপেক্ষা’র শুটিং শুরু হয়েছিল গত মার্চ মাসে বগুড়া জেলার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী গ্রামে। এরপর ঢাকার নবাবগঞ্জ, টঙ্গী রেলস্টেশনসহ বিভিন্ন জায়গায় ছবিটির চিত্রগ্রহণের কাজ হয় । জঙ্গিবাদ এবং তার প্রভাব নিয়ে ছবির কাহিনী গড়ে উঠেছে। জঙ্গি তৎপরতার পাশাপাশি এর পারিবারিক প্রভাব তুলে ধরা হয়েছে এই ছবিতে।

ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মিরানা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, তিনু করিম, উজ্জ্বল মাহমুদ, মিঠু বর্মন, আহসানুল হক মিনু, নার্গিস, জ্যামি জুয়েল, শরীফ খান, খোরশেদ আলম, রিতু, রিমু খান, আমান প্রমুখ। সম্পাদনা ও শব্দ পরিকল্পনা সুজন মাহমুদ, সঙ্গীত ফোয়াদ নাসের, গীতিকার গুঞ্জন চৌধুরী, নিজের কাহিনী নিয়ে চিত্রনাট্য রচনা ও চিত্রগ্রহণ আবু সাইয়ীদ, প্রযোজনা আঙ্গিক কমিউনিকেশন্স।    

পরিচালক জানান, আগামী নভেম্বরে ছবিটি মুক্তি দেওয়া

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।