ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ছোটপর্দায় ঈদের ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১০

প্রতি বছরের মতো এবারের ঈদেও বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে বেশ কিছু বাংলা ছায়াছবি। এর মধ্যে শুধু একটি ছবিরই এবার ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

অন্য ছবিগুলো আগে মুক্তিপ্রাপ্ত। আসুন জেনে নেওয়া যাক, কোন চ্যানেলে কখন কী ছবি দেখানো হবে।

ওয়ার্ল্ড প্রিমিয়ার : অবুঝ বউ
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অবুঝ বউ-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে ঈদের দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টায়। নারগিস আক্তারের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন ববিতা, ফেরদৌস, নিপুণ, শাকিল খান, প্রিয়াংকা, মুক্তি প্রমুখ।  

দরিয়াপাড়ের দৌলতী : প্রয়াত আবদুল্লাহ আল মামুন পরিচালিত শেষ ছবি
এটিএন বাংলায় ঈদের দিন বেলা ১২টা ১৫ মিনিটে প্রচারিত হবে মাল্টিমিডিয়া প্রোডাকশন লি. প্রযোজিত এবং আবদুল্লাহ আল মামুন নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘দরিয়া পাড়ের দৌলতী’। এ ছবিতে অভিনয় করেছেন মান্না, পপি, নাজমল হুদা বাচ্চু, জাহিদ হোসেন শোভন, ফেরদৌসী মজুমদার, আবদুল্লাহ আল মামুন, নাদের খান, এস. এম মহসিন, পরেশ আচার্য্য, আবুল কালাম আজাদ, মুনসী মজনু, ওলিউল হক রুমী প্রমুখ।

থার্ড পারসন সিঙ্গুলার নম্বর : আলোচিত ছবি
চ্যানেল আইতে ঈদের দিন বেলা ১টা ০৫ মিনিটে দেখানো হবে আলোচিত চলচ্চিত্র ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবিটি। সৈয়দ মনজুরুল ইসলামের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। অভিনয় করেছেন তিশা, মোশাররফ করিম, তপু, আবুল হায়াত, অপর্ণা, শুভেচ্ছা প্রমুখ।

মনপুরা : চমক জাগানো ছবি
দেশ টিভিতে ঈদের দিন সকাল সাড়ে ১০টায় মিনিটে প্রচারিত হবে চলচ্চিত্র ‘মনপুরা’। পরিচালনা গিয়াস উদ্দিন সেলিম। অভিনয়ে চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ প্রমুখ।

ভালোবেসে বউ আনবো : পরিচ্ছন্ন প্রেমের ছবি
এনটিভিতে ঈদের দিন সকাল ১০ট ০৫ মিনিটে দেখানো হবে বাংলা ছায়াছবি ‘ভালোবেসে বউ আনবো’। চন্দন চৌধুরীরর পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন রিয়াজ, শাবনূর, সাহারা, কাবিলা প্রমুখ।

সাহসী মানুষ : শাকিব-পপি জুটির ছবি
বৈশাখী টিভিতে সকাল ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে চলচ্চিত্র ‘সাহসী মানুষ’। আবু সাইদ খান পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, পপি, ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

পৃথিবী তোমার আমার : মানবিক আবেদনের গল্প
বাংলভিশনে ঈদের দিন সকাল ১০টা ১০ মিনিটে দেখানো হবে বাংলা সিনেমা ‘পৃথিবী তোমার আমার’। বাদল খন্দকার পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, রাজ্জাক, ববিতা, এটিএম শামসুজ্জামান প্রমুখ।

ও প্রিয় তুমি কোথায় : গানের ছবি
এটিএন বাংলা চ্যানেলে ঈদের দ্বিতীয় দিন দুপুর ১২টা ১৫ মিনিটে দেখানে হবে বাংলা ছায়াছবি ‘ও প্রিয়া তুমি কোথায়’। জনপ্রিয় কণ্ঠশিল্পী অসিফের গানে সমৃদ্ধ এ ছবিটি পরিচালনা করেছেন শাহাদাৎ হোসেন লিটন। অভিনয়ে রয়েছেন শাকিব খান, শাবনূর, রিয়াজ প্রমুখ।

শ্বশুরবাড়ি জিন্দাবাদ : হাসির ছবি
দেশ টিভিতে ঈদের দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টায় প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। পরিচালনা দেবাশীষ বিশ্বাস। অভিনয়ে রিয়াজ, শাবনূর ও আরো অনেকে।

প্রাণের মানুষ : আমজাদ হোসেনের ছবি
বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে দেখানো হবে বাংলা ছায়াছবি ‘প্রাণের মানুষ’। আমজাদ হোসেন পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, ফেরদৌস, শাবনূর, রাজিব প্রমুখ।

মন বসে না পড়ার টেবিলে : রোমান্টিক ছবি
এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন ১২টা ১৫ মিনিটে প্রচার হবে বাংলা ছায়াছবি ‘মন বসে না পড়ার টেবিলে’। আবদুল মান্নানের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, প্রবীর মিত্র, ডলি জহুর, সাদেক বাচ্চু প্রমুখ।

দুই বধূ এক স্বামী : মান্না অভিনীত আলোচিত ছবি
এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ০৫ মিনিটে দেখানো হবে বাংলা সিনেমা ‘দুই বধূ এক স্বামী’। এফ আই মানিক পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন প্রয়াত নায়ক মান্না, মৌসুমী, শাকিব খান, শাবনূর প্রমুখ।

স্বামীর সংসার : পারিবারিক জীবনের গল্প
এনটিভিতে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ০৫ মিনিটে দেখানো হবে বাংলা ছায়াছবি ‘স্বামীর সংসার’। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ববিতা, সোহেল রানা প্রমুখ।

ছুটির ঘণ্টা : হৃদয়ছোঁয়া ছবি
দেশটিভিতে ঈদের তৃতীয় দিন সকাল সাড়ে ১০টায় প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘ছুটির ঘণ্টা’। আজিজুর রহমান পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, মাস্টার সুমন, সুজাতা, খান আতা প্রমুখ।

বাংলাদেশ স্থানীয় সময় ২০৫০, সেপ্টেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।