ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

প্রাপ্তি শূন্য নাটকের প্রিমিয়ার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০

সম্প্রতি অনুষ্ঠিত হল প্রযোজনা প্রতিষ্ঠান ইনসেপশনের  নাটক ‘প্রাপ্তি শূন্যর’ প্রিমিয়ার। মাসুদ মহিউদ্দিন রচনা এবং পরিচালনায় এই নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহসান মিলন,  মোনালিসা,  সেঁউতি, জয়রাজ ও শর্মিলী আহমেদ।

এই নাটকটির মাধ্যমে মিলন-মোনালিসা জুটিকে দর্শকরা দীর্ঘদিন পর আবার দেখতে পাবেন।

‘বাংলা ভাষা ও সংস্কৃতিকে জাগ্রত ও বিকশিত করা এবং অন্য সংস্কৃতির গ্রাস থেকে বাঁচাতে বাংলা নাটক হতে পারে অন্যতম এক হাতিয়ার’। রুচিশীল ও শৈল্পীক নাটক সৃষ্টির প্রতিজ্ঞার মাধ্যমে  সেই প্রত্যয়ই ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির চার কর্ণধার বিশ্বজিত সাহা, সত্যজিত রায়, মিল্টন আহমেদ ও কাফি আমান।

রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত এই প্রিমিয়ার অনুষ্ঠানে নাটকের কলাকুশলী ও বিভিন্ন গণমাধ্যমের আমন্ত্রিত অতিথিরা ছাড়াও উপস্থিত ছিলেন নাট্য অভিনেতা ও  জেমকন ফুডের সিইও শাহীন খান, সংগীত পরিচালক রিপন খান, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, সংগীত শিল্পী সামিরা আব্বাসী, ঢাকা পদাতিকের খোরশেদ আলম সহ মিডিয়া ও কর্পোরেট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নাটকটি নিয়ে তাদের মতামত দেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৩০, সেপ্টেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।