ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মাহাদীর দ্বিতীয় একক ‘অন্যরকম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০

এবারের ঈদে এল ‘সুনীল-বরুনা’খ্যাত কোজআপ ওয়ান তারকা মাহাদীর দ্বিতীয় একক অ্যালবাম। ‘অন্যরকম’ শিরোনামের এ অ্যালবামে রয়েছে ১০টি গান।

অ্যালবামের গানগুলোর সুরের ধরন মেলোডি ও সফট ক্যাসিক্যাল।

প্রেম-ভালবাসা এবং পাওয়া-না পাওয়ার অনুভূতি প্রকাশ পেয়েছে আমার এই ১০টি গানে-- অ্যালবাম সম্পর্কে এমন কথাই জানালেন মাহাদী। অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সঙ্গীত পরিচালনায় ছিলেন পৃথ্বীরাজ। অ্যালবামে মাহাদীর পছন্দের গান সম্পর্কে জানতে তিনি বলেন, সবগুলো গানই ভালো। তবে ‘রাজকুমারী’ আর ‘অন্যরকম’ গান দুটি  আমার বেশি পছন্দের।

২৯ আগস্ট রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে মাহাদীর দ্বিতীয় একক অ্যালবাম ‘অন্যরকম’-এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে শিল্পী মাহাদী ছাড়াও উপস্থিত ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যবস্থাপনা পরিচালক কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, গীতিকার আসিফ ইকবাল, সঙ্গীতশিল্পী নকীব খান ও সঙ্গীতপরিচালক পৃথ¦ীরাজ।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬৩০, আগস্ট ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।