ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নজরুল মৃত্যুবার্ষিকীর বিশেষ নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

অভিনেতা রওনক হাসান এবার জিনের বাদশাহ হয়ে আসছেন দর্শকদের সামনে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীর বিশেষ নাটক ‘জিনের বাদশা’-তে নাম ভূমিকায় তাকে দেখা যাবে।

বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় এ নাটকটি প্রচার হবে ২৭ আগস্ট শুক্রবার রাত ৯টায়। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন  দেওয়ান শামসুর রকিব ও পরিচালনা করেছেন অনন্ত জাহিদ। এতে দেখা যাবে- চুন্নু ব্যাপারীর একমাত্র ছেলে আল্লারাখা, ডানপিটে এবং দুঃসাহসী। সে ভাল পুঁথি পড়তে পারে, বাবরি চুলের মাঝে সিঁথি কেটে সারা গ্রাম ঘুড়ে বেড়ায়। একই গ্রামের নারদ আলীর একমাত্র মেয়ে চান ভানু। আল্লারাখার পছন্দ চান ভানুকে। চান ভানু আল্লারাখাকে দেখা মাত্রই কৌতুক করে ছড়া কাটে। চান ভানুর উদাস চেহারা আর খাওয়াতে অরুচি দেখে চান ভানুর মার বুঝতে বাকী রইল না, মেয়েকে এবার বিয়ে দিতে হবে। চান ভানুর বাবা নারদ আলী পাশের গ্রামের ছেরাজ হালদারের ছেলে সোভানের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করেন। খবরটি শুনে আল্লারাখা চান ভানুর বিয়ে ঠেকানোর জন্য হন্যে হয়ে উঠে। সে জলদানো সেজে চান ভানুকে ভয় দেখায়। জিনের বাদশা হয়ে চান ভানুর বাবা-মাকে হুকুম করে। কিন্তু কিছুতেই কিছু হয় না। নাটকটিতে চান ভানু চরিত্রে অভিনয় করেছেন শারমীন জোহা শশী। এছাড়াও নাটকে আরো অভিনয় করেছেন শারমিন জোহা শশী, পীযুষ বন্দ্যোপাধ্যায়, সাবেরী আলম মোতাহের, শিরীন আলম প্রমুখ।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫১০, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।