ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

জাতীয় নাট্যশালার তিনটি হল সাময়িকভাবে বন্ধ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হল।

শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ জানান, আগামী ২২ আগস্ট থেকে ঈদের ছুটি পর্যন্ত এ বন্ধ কার্যকর থাকবে।

রমজান উপলে নাট্য দলগুলো হল ব্যবহারের তেমন আবেদন না পাওয়ায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বন্ধের সময়ে হলগুলোর কারিগরি সমস্যা মেরামত করা হবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬৪৫, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।