ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আলিয়ঁস ফ্রঁসেজে ফিল্ম ফেস্টিভ্যাল

মারিয়া সালাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০

কানাডিয়ান হাইকমিশনের সহযোগিতায় আলিয়ঁস ফ্রঁসেজ সপ্তাহব্যাপী কানাডিয়ান ফিল্ম  ফেস্টিভ্যালের আয়োজন করেছে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হয় ২ আগস্ট সোমবার।

আলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডির মিলনায়তনে সবার জন্য উন্মুক্ত এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ৭ আগস্ট পর্যন্ত। এতে প্রতিদিন থাকছে একটি করে কিশেষ চলচ্চিত্রের প্রদর্শনী।

উদ্বোধনী দিন বিকেল ৫টায় প্রদর্শিত হয় ‘ম্যান উইথ ব্রুম’ ছবিটি। ৩ আগস্ট মঙ্গলবার বিকেলে প্রদর্শন করা হয় বিখ্যাত ছবি ‘বন কপ, ব্যাড কপ’। ৪ আগস্ট বুধবার বিকেল ৫টায় প্রদর্শনসূচিতে রয়েছে ফ্রান্সের আলোচিত ছবি ‘লা গ্র্যান্ড সিডাকসন’। ৫ আগস্ট বৃহস্পতিবার ছবি শুরুর সময় বিকেল ৪টা, এই দিন থাকছে ফিল্ম শো ‘হলিউড বলিউড’। ৬ আগস্ট শুক্রবার বিকেল ৫টায় রয়েছে দীপা মেহতার আলোচিত ছবি ‘হ্যাভেন অন আর্থ’। ফেস্টিভ্যালের শেষ দিন ৭ আগস্ট শনিবার বিকেল ৫টায় থাকছে দীপা মেহতারই আরেক আলোচিত ছবি ‘ওয়াটার’-এর প্রদর্শনী।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩৩০,  আগস্ট ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।